অধ্যক্ষের বাণী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও যশোর শিক্ষাবোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। বৃটিশ ঔপনিবেশিক আমলে মহৎপ্রাণ ব্যক্তি বাবু মথুরানাথ কুন্ডু মহাশয়ের প্রচেষ্টায় ১৮৫৬ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী কুমারখালী এম এন পাইলট (মডেল) মাধ্যমিক বিদ্যালয় । তখন থেকে প্রতিষ্ঠানটি এ এ্লাকায় শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করে চলেছে। উন্নত ও আলোকিত জাতি গঠনে আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য বিদ্যালয়টি প্রায় ১৬০ বছর ব্যাপী পালন করছে মহান দায়িত্ব।

আগামীতেও এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
আমি এই বিদ্যালয়টির সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।

প্রধান শিক্ষক
কুমারখালী  বিদ্যালয়
কুমারখালী, কুষ্টিয়া।

Website Developed BY Bongo Online, Please Contact Us +880 1911-844874